
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে ৭ রানে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ টাইগ্রেসদের। শেষ ওভারে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল। চামারি আতাপাত্তুরন শেষ ওভারে অবিশ্বাস্য ব্যর্থতার পরিচয় দেয় ব্যাটাররা। ৪ বলে ৪ উইকেট হারানোর পাশাপাশি মাত্র ১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এমন হারের জন্য নিজেদের পরিকল্পনা থেকে ছিটকে পড়াকে দুষেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে ৭৭ রান করেন তিনি। তবে ম্যাচ শেষ ওভারে নিয়ে যাওয়া উচিত হয়নি বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। ৪৯তম ওভারে ম্যাচ শেষ করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জ্যোতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শুরুতে উইকেট দেব না। মাঝের ওভারগুলোয় ইনিংস গড়বো এবং শেষ ১০-১৫ ওভারে বেশি রান তুলবো। খেলাটা শেষ ওভারের আগের ওভারে শেষ করতে হতো। আমরা সেখানেই হেরেছি।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই ম্যাচটা আমাদের ছিল। আমরা ভালো ব্যাট করেছি। কিন্তু (শারমিনের) রিটায়ার্ড হার্ট হওয়ার পর আমরা পিছিয়ে পড়ি। গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেটও হারিয়েছি। আমরা এভাবে তিনটি ম্যাচ হেরেছি, যেটা হৃদয়বিদারক। (ম্যাচের) কোনো এক পর্যায়ে আমরা পরিকল্পনা থেকে ছিটকে পড়েছি।’
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে কিছু ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। এছাড়া আরও কয়েকটি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছে টাইগ্রেস ফিল্ডাররা। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সুযোগগুলো নিতে হবে। আমরা দলটা ফিল্ডিংয়ে খুব ভালো, কিন্তু যেকোনোভাবেই হোক, গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ক্যাচ ছেড়েছি। এটা মানসিক ব্যাপার, যেটার সমাধান করতে হবে।’