
দীর্ঘ সাত মাস পর নিউজিল্যান্ড দলে ফিরলেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়াসন। দেশের হয়ে সবশেষ মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের একটিতেও খেলেননি উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। তবে উইলিয়ামসনের ছোট মেডিকেল ইস্যু সমস্যাও ছিল বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।
উইলিয়ামসনের সঙ্গে নিউজিল্যান্ড দলে ফিরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও অলরাউন্ডার ন্যাথান স্মিথও। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্মিথ। গেল বছরের নভেম্বরে অভিষেকের পর ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি।
উইলিয়ামসন ও স্মিথের দল ফেরা নিয়ে নিউজিল্যান্ড কোচ স্মিথ বলেন, ‘কঠোর প্ররিশ্রম করে ইনজুরি থেকে সুস্থ হয়েছেন উইলিয়ামসন ও স্মিথ। তারা ফেরায় দল উজ্জীবিত হবে। আমরা সবাই উইলিয়ামসনের দক্ষতা-সামর্থ্য, অভিজ্ঞ ও নেতৃত্বগুণ সর্ম্পকে জানি।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথের পথচলা খুব বেশি না হলেও আমরা তার অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ পেয়েছি।’
ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও টম লাথাম। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তারা। এরপর অবশ্য বেশি দিন মাঠের বাইরে থাকতে হয়নি স্যান্টনারকে। গত জুলাইয়ে টেস্ট ও টি-টোয়েন্টি দিয়ে আবারও দলে ফিরেছেন স্যান্টনার। তবে ঘাড়ের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি লাথাম।
আগামী ২৬ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সিরিজের বাকী দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২৯ অক্টোবর ও পহেলা নভেম্বর।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।