
বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া অচলাবস্থা কাটাতে নতুন পরিচালনা পর্ষদ এখন ব্যস্ত আলোচনার প্রস্তুতিতে। চলতি মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সামলাতে হচ্ছে এক কঠিন বাস্তবতা-ঢাকার ক্লাব সংগঠকদের লিগ বর্জন। নির্বাচন বয়কটের পর থেকেই ঘরোয়া ক্রিকেটে কার্যত স্থবিরতা নেমে আসে, তবে এখন আশার আলো দেখা যাচ্ছে সামনে।
বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার ক্লাব প্রতিনিধিদের নিয়ে বিসিবির বৈঠকে বসার কথা রয়েছে। উদ্দেশ্য-ঢাকার ঘরোয়া ক্রিকেট ফের চালু করা। ইতিমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সব ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যারা আগেই অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল, তাদের নিয়েও আশাবাদী সিসিডিএম কর্মকর্তারা।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। নভেম্বরের ১ ও ২ তারিখ খেলোয়াড় ট্রান্সফারের সময় নির্ধারণের চিন্তাভাবনা চলছে। এরপর ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে লিগের খেলা। গেল আসরে ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল ১২৪টি ম্যাচ, যার ভেন্যু ছিল সাভারের বিকেএসপি, রূপগঞ্জের পিকেএসপি মাঠ ও কেরানীগঞ্জের পিএইচআরসিএস গ্রাউন্ড।
এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা করছে আয়োজকরা। সব মিলিয়ে নতুন বোর্ডের সামনে প্রথম চ্যালেঞ্জ-বর্জন আন্দোলনের পর ঘরোয়া ক্রিকেটে স্বাভাবিকতা ফেরানো। ২২ অক্টোবরের বৈঠকেই এর দিকনির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে।