Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

লুভর জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটে উধাও অমূল্য ৮ রত্নালংকার

লুভর জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটে উধাও অমূল্য ৮ রত্নালংকার লুভর জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটে উধাও অমূল্য ৮ রত্নালংকার
লুভর জাদুঘর থেকে মাত্র ৪ মিনিটে উধাও অমূল্য ৮ রত্নালংকার


ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে সুপরিচিত জাদুঘেরের মধ্যে অন্যতম লুভরে ঘটেছে দুর্ধর্ষ এক চুরির ঘটনা। রোববার (১৯ অক্টোবর) দিনের আলোয় কাজের লোক সেজে জাদুঘরে ঢুকে নেপোলিয়ন যুগের আটটি মূল্যবান রত্নালংকার নিয়ে পালিয়েছে একদল চোর। এই চুরির পরিকল্পনা ও দ্রুতগতিতার কারণে অনেকেই একে হলিউড সিনেমার কাহিনীর সঙ্গে তুলনা করছেন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পর্যটকে ঠাঁসা লুভর জাদুঘরে চোরের দল ভাঁজ করা একটি মই ব্যবহার করে জানালা ভেঙে প্রবেশ করে। শ্রমিকের পোশাকে থাকা অপরাধীরা অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মাত্র ৪ মিনিটে উচ্চ নিরাপত্তা কাঁচ ভেঙে ৮টি অমূল্য রত্নালংকার নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

Advertisement

কিন্তু পালানোর সময় ভয়ে বা তাড়াহুড়োয় তারা সম্রাজ্ঞী উজিনির একটি মূল্যবান মুকুট বাইরে ফেলে রেখে যায়। সেটিতে ১ হাজার ৩৫৪টি হীরা ও ৫৬টি পান্না রয়েছে। চুরির সময় সেটির ক্ষতি হয়েছে।

কী কী চুরি হলো

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, চুরি হওয়া অলংকারগুলোর মধ্যে রয়েছে- নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইজের পান্না বসানো নেকলেস ও কানের দুল, সম্রাজ্ঞী উজিনির হীরা বসানো টিয়ারা, ‘রিলিকোয়ারি’ নামে পরিচিত দুষ্প্রাপ্য ব্রোচসহ মোট আটটি রাজকীয় রত্নালংকার।

প্রতিটি অলংকারই কয়েকশ বছর পুরোনো এবং বিপুল সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মূল্যবান শিল্পকর্ম চুরি বিশেষজ্ঞ এবং ‘স্টিলিং রেমব্রান্টস: দ্য আনটোল্ড স্টোরিজ অব নটোরিয়াস আর্ট হিস্টস’ বইয়ের সহলেখক অ্যান্থনি আমোরে আল–জাজিরাকে বলেন, এসব বস্তু শুধু অর্থের দিক দিয়েই মূল্যবান নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের দিক থেকেও অমূল্য।

এ ঘটনার পরপরই ল্যুভর জাদুঘর ‘বিশেষ পরিস্থিতি’র কথা বলে দিনভর বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এমন কড়া নিরাপত্তার মধ্যেও দিনের আলোয় কয়েক মিনিটেও এমন চুরি সম্ভব হতে পারে, এটি অকল্পনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিকল্পিত নাকি পেশাদার অপরাধচক্রের কাজ?

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লঁরা নুনেজ এ ঘটনাকে ‘অত্যন্ত পেশাদার চুরি’ বলেছেন। চোরেরা বৈদ্যুতিক যন্ত্র, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, মইসহ প্রস্তুত হয়ে এসেছিল। ধারণা করা হচ্ছে, এতে আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত থাকতে পারে।

অ্যান্থনি আমোরে বলেন, ‘সম্ভবত এসব রত্ন ভেঙে আলাদা পাথর হিসেবে কালোবাজারে বিক্রি করা হবে, যাতে সেগুলোর উৎস শনাক্ত করা না যায়।’

ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। সিসিটিভি বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এখনো কোনো চোর বা চুরি যাওয়া বস্তু উদ্ধার হয়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর নির্মম আঘাত। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

পুরোনো ইতিহাস ফিরল আলোচনায়

এর আগে ১৯১১ সালে ল্যুভর থেকে বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চিত্রকর্ম চুরি হয়, যা দুই বছর পর উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবারের চুরিও দেশটির ইতিহাসে অন্যতম বড় সাংস্কৃতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে।

নিরাপত্তার ক্ষেত্রে জাদুঘরটিতে অতিরিক্ত দর্শানার্থীর ভিড়ও একটি বড় চ্যালেঞ্জ, যা দিন দিন বাড়ছে। ফলে অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ল্যুভরের জনপ্রিয়তা আকাশছোঁয়া। গত বছর প্রায় ৮৭ লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে গেছেন। তবে এত বিপুল ভিড় সামলাতে কর্মীদের ওপর বাড়তি চাপ পড়েছে। এরই জেরে গত জুনে তারা নতুন কর্মী নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবিতে ধর্মঘটও করেছিলেন।

রোববারের এই দুর্ধর্ষ চুরির ঘটনায় ফ্রান্সজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। নাগরিক ও রাজনীতিক উভয়েই ক্ষোভ প্রকাশ করেছেন এত বিখ্যাত একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, ‘যদি ল্যুভরের মতো সুরক্ষিত স্থানে শিল্পকর্ম চুরি হতে পারে, তাহলে অন্য জাদুঘরগুলোর নিরাপত্তার কী অবস্থা?’

সরকারি কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের গ্রেপ্তার করা হবে এবং ল্যুভরের নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করা হবে। তবে এই ঘটনার পর থেকে প্রশ্ন থেকেই যাচ্ছে – শিল্প ও ঐতিহ্যের এই অভয়ারণ্য কি সত্যিই নিরাপদ?





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে লিড নিলো ইংল্যান্ড 

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে লিড নিলো ইংল্যান্ড 

Next Post
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

Advertisement