
ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ব্যাটিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে সফরকারী ইংল্যান্ড। সোমবার (২০ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৪ রান করে সাজঘরে ফিরেন ওপেনার জশ বাটলার। দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪৪ রানের জুটিতে পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে ৬৮ রান এনে দেন সল্ট ও জ্যাকব বেথেল। ১২ বলে ২৪ রানে আউট হন বেথেল।
এরপর ইংল্যান্ডের বড় স্কোরের পথ তৈরি করেন সল্ট ও অধিনায়ক ব্রুক। তাদের ৬৯ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটিতে বড় পুঁজির ভীত পায় ইংল্যান্ড। দলীয় ১৯৭ রানে ব্রুককে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। ২২ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৭৮ রানে আউট হন ব্রুক।
একই ওভারে আউট হন সল্ট। ১১টি চার ও ১টি ছক্কায় ৫৬ বলে ৮৫ রান করেন তিনি। শেষ দিকে ১২ বলে অপরাজিত ২৯ রান তুলে ইংল্যান্ডকে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের পুঁজি এনে দেন টম ব্যান্টন। এই ভেন্যুতে এটিই ইংলিশদের সর্বোচ্চ দলীয় রান।
জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৮ বলে ৬৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ওপেনার টিম সেইফার্ট ও মার্ক চাপম্যান। এতে ৯ ওভারে ৮৭ রান পায় কিউইরা।
কিন্তু মাত্র ৪ রানের ব্যবধানে সেইফার্ট ও চাপম্যান আউট হলে আবারও চাপে পড়ে নিউজিল্যান্ড। ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। সেইফার্ট ৩৯ ও চাপম্যান ২৮ রানে আউট হন।
সপ্তম উইকেটে ২৩ বলে ৫৭ রানের ঝড়ো জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন জিমি নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু একই ওভারে ৩ রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হলে, হারের মুখে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা।
স্যান্টনার ১৫ বলে ৩৬ রান করেন। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন স্পিনার আদিল রশিদ। ম্যাচ সেরা হন ব্রুক। আগামী ২৩ অক্টোবর অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।