
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ‘ব্রাহ্মোস’ এবং ‘আকাশ’র মতো দেশে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, ‘ব্রহ্মস নামটি এতটাই বিখ্যাত, এটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। তারা ভাবতে থাকে যে ব্রহ্মস আসছে কি না।’
সোমবার (২০ অক্টোবর) বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌবাহিনীর কর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
মোদি উল্লেখ করেন, অনেক দেশ এই ক্ষেপণাস্ত্রগুলো কিনতে আগ্রহী। তার সরকার ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে একটি করে তোলার লক্ষ্যে কাজ করছে।
মোদি আরও বলেন, ‘গতকাল আইএনএস বিক্রান্তে কাটানো রাতটি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি তোমাদের সকলের মধ্যে যে অপরিসীম শক্তি এবং উৎসাহ ছিল, তা দেখেছি।’
ভারতের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, এর ফলেই জাতি ‘মাওবাদী সন্ত্রাসবাদ’ নির্মূল করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।