
কাগজে-কলমে ক্ষীণ আশা থাকলেও, ওয়ানডে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে যে বাড়ি ফিরছেন জ্যোতি-নাহিদা-মারুফা, সেটা হলফ করেই বলা যায়। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি টাইগ্রেসরা। যদিও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পাননি লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচ খেলে শ্রীলঙ্কারও পয়েন্ট ২, তবে রানরেটে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে বাংলাদেশের নিচে।
যদিও টুর্নামেন্টে কোনো ম্যাচে জয় পায়নি লঙ্কানরা। স্বাগতিকদের পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, এবং সেই দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট পায় শ্রীলঙ্কা। এছাড়া বাকি তিন ম্যাচেই হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছেন তারা।
আজকের ম্যাচ জিততে পারলে টাইগ্রেসরা নতুন ইতিহাস রচনা করবে। কারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এখনো দুটি জয় পায়নি বাংলাদেশ। আগের আসরেও একমাত্র পাকিস্তানকেই হারাতে পেরেছিল লাল-সবুজের মেয়েরা। এবারের আসরেও সেই জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে।
এবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে প্রথমবারের মতো এক বিশ্বকাপে দুটি জয় তুলে নেওয়ার রেকর্ড হবে টাইগ্রেসদের। সেই লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে জ্যোতি বাহিনী। যদিও ওয়ানডে ফরম্যাটে দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ।