
দেশের শেয়ার বাজারে গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনকৃত বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। সূচকের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতেই একের পর এক কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমতে থাকে। দিন শেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ৩১৪টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৮ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪৪ কোটি ৫০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২ কোটি ১০ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৫ জুনের পর ডিএসইতে সবচেয়ে কম লেনদেন হলো।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে সামিট এলায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকার। ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং, অ্যাপেক্স ফুটওয়্যার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, প্রগতি ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল এবং সোনালী পেপার।
অন্যবাজার সিএসইতে লেনদেনকৃত মোট ১৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩৪টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৯৪ পয়েন্ট। গতকাল সিএসইতে হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৯৪ লাখ টাকা।