
বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবীদ রাঘব চাড্ডা–র ঘরে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’
আরও লিখেছেন, ‘প্রথমে আমরা শুধু একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু আছে। কৃতজ্ঞতা— পরিণীতি ও রাঘব।’
অভিনয়জগত ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য সহকর্মী এবং অনুরাগীরা ইতোমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে। অভিনেত্রী অনন্যা পান্ডে একাধিক হার্ট ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। হারলিন সেঠি লিখেছেন, ‘আহা… অভিনন্দন!’ আর কৃতি স্যানন মন্তব্য করেছেন, ‘কনগ্র্যাচুলেশনস’ সঙ্গে ভালোবাসার ইমোজি।
২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয় রাজস্থানের উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’-এ। চলতি বছরের আগস্টে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবর দিয়েছিলেন। সেই কেকের ওপর লেখা ছিল ১+১=৩। তখন অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না’।
এবার সেই অপেক্ষার অবসান। তাদের জীবন এখন আরও পরিপূর্ণ।