
উরুর ইনজুরির কারণে আরও ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে চেলসি ফরোয়ার্ড কোল পারমারকে। চেলসি কোচ এনজো মারেসকা এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মারেসকা জানিয়েছিলেন এ মাসে আন্তর্জাতিক বিরতি শেষে পালমার মাঠে ফিরতে পারেন। ঐ সময় অস্ত্রোপচার বিহীন চিকিৎসার একটি বিকল্প উপায় খোঁজার চেষ্টা করেছে চেলসি। তবে তা সম্ভব হয়নি।
চেলসি কোচ মারেসকা বলেছেন, ‘দূর্ভাগ্যবশত আমি ভুল ছিলাম। এখন তাকে আরও ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এটাই এখনকার সর্বশেষ আপডেট। আমরা কোলকে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যখন ফিরবে তখন যাতে শতভাগ ফিট হয়ে ফিরতে পারে।’
তিনি আরও বলেন, ‘মেডিকেল স্টাফরা জাদুকর নয়। কেউই কখনো নির্দিষ্ট করে কোন সময় বলতে পারেনা। হতে পারে তার ছয় সপ্তাহের প্রয়োজন। আমরা আশা করছি ছয় সপ্তাহই তার জন্য যথেষ্ঠ। আমাদের ধীরে এগুতে হচ্ছে, এটাই সমস্যা। তবে তাকে দেখে ভাল লাগছে। প্রয়োজন মত সব ধরনের চেষ্টাই সে করছে।’
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের ম্যাচটিতে পালমার মাত্র ২১ মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন। তারপর থেকে ইনজুরি আক্রান্ত মৌসুমে আর খেলতে পারেননি। সব ধরনের প্রতিযোগিতায় এবার পালমার মাত্র দুটি ম্যাচে মূল দলে খেলেছেন।