
প্রিমিয়ার ফুটবল তথা বাংলাদেশ ফুটবল লিগ আজ পুনরায় শুরু হচ্ছে। আজ এক দিনে তিনটি ম্যাচ তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জে ফকিরাপুল-রহমতগঞ্জ, কুমিল্লায় আবাহনী-ব্রাদার্স এবং গাজীপুরে মোহামেডান-পুলিশের ম্যাচ। সবকয়টি খেলা শুরু হবে বিকাল পৌনে ৩টায়।
লিগ শুরু হয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। ২৬ ও ২৭ সেপ্টেম্বর, দুই দিন লিগের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে আবাহনী-রহমতগঞ্জ গোল শূন্য ড্র হয়। বসুন্ধরা কিংস-পিডব্লিউডি ২-২ গোলে ড্র হয়। মোহামেডান ২-০ গোলে ফর্টিসের কাছে এবং ব্রাদার্স ১-০ গোলে পুলিশের কাছে হেরে যায়।
তারপরই এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ম্যাচের জন্য লিগ স্থগিত রাখা হয়। ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২১ দিন পর আবার মাঠে গড়াচ্ছে লিগ। আজ ১৯ অক্টোবর, আগামীকাল ২০ অক্টোবর, এই দুই দিন খেলা হয়ে আবার স্থগিত থাকবে লিগ। কারণ বসুন্ধরা কিংস কুয়েতে এএফসির খেলায় অংশগ্রহণ করতে যাবে।
আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচ এশিয়ান কাপের ম্যাচ। সেই ম্যাচের পর ২৪ নভেম্বর লিগের খেলা পুনরায় শুরু হবে।