
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ শুরু করছে বাংলাদেশ।
শেষ ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতারে পর বলা যায় শনিবারের (১৮ অক্টোবর) এ সিরিজের শুরু থেকে নিজেদের ফর্ম ফিরে পেতে মরিয়া ফিল সিমন্সের শিষ্যরা।
ওয়ানডে ক্রিকেটে সময়টা একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। নিজেদের একসময়ের প্রিয় ফরম্যাটে এখন টাইগাররা ধুঁকছে। শঙ্কা আছে পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রশ্নে। ২০২৭ এর মার্চের আগে প্রতিটি ওয়ানডেই তাই বাংলাদেশের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের সামনে। মাত্র দিন দুয়েক আগে আরব আমিরাত থেকে ফেরা টাইগারদের অনুশীলনে দেখা গেল সিরিয়াস মেজাজে।
সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ কোচিং প্যানেলে আসার পর ওয়ানডে ফরম্যাটে ছয় বার আড়াইশ’ রানের আগেই থেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটারদের হাতে নেই রানের দেখা। কোচ ফিল সিমন্স জানালেন, ম্যাচ জেতার জন্য এদিকে বাড়তি নজর আছে দলের।
ফিল সিমন্স বলেন, ‘আমরা মিডল অর্ডারে জুটি গড়তে পারছি না। হয়তো টপ অর্ডারে ভালো একটা জুটি হচ্ছে কিন্তু এরপর মিডল অর্ডার ধসে পড়ছে। আমরা শ্রীলঙ্কা সিরিজেও এটা দেখেছি। আমার মনে হয়, আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং জুটি গড়ার দিকে মনোযোগী হতে হবে। মিডল অর্ডারে কীভাবে ব্যাট বরা উচিত সেটা নিয়ে আমরা ব্যাটারদের নিয়ে কাজ করছি। কঠিন পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হবে সেসব নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করা হচ্ছে।’
অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েও আছে প্রশ্ন। তার অধীনে সবশেষ ১০ ওয়ানডে ম্যাচেই হার বাংলাদেশের। কোচ সিমন্স অবশ্য অধিনায়ক মিরাজকে পাস মার্কই দিচ্ছেন।
ফিল সিমন্স বলেন, ‘দেখুন আমি মনে করি মিরাজ একজন ভালো অধিনায়ক। আপনি ২০০ রান করা বা তাড়া করা নিয়ে তার নেতৃত্বের বিচার করতে পারবেন না। মাঠের অধিনায়কত্ব দেখে আপনি কাউকে বিচার করবেন। আর ক্রিকেট ম্যাচে জয় ব্যাটারদের ওপরও নির্ভর করে। ম্যাচ জিততে আপনার পর্যাপ্ত রান প্রয়োজন, অন্যথায় বিপদে পড়বেন। কাজেই মাঠের কাজের দিক থেকে আমার কাছে সে ভালো অধিনায়ক।’
২৫ মাস পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ম্যাচ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সবশেষ সিরিজের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্স গ্রাফ নিম্নমুখী। একদিনের ক্রিকেটে নিজেদের হারানো ফর্মটাও তাই এখান থেকেই ফের খুঁজে পেতে চাইবেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের জন্য ওয়ানডে সিরিজটা তাই বাংলাদেশ জন্য বিশেষ কিছু।