
মিয়ানমারের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা কাসজা ওলোংগ্রেন। শুক্রবার (১৭ অক্টোবর) তিনি এ কথা জানিয়েছেন।
ইইউ কমিশনার আসন্ন ভোটকে ‘অবাধ বা সুষ্ঠু নয়’ বলে উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ওলোংগ্রেন আরও বলেন, ডিসেম্বরের শেষের দিকে মিয়ানমার সরকার কর্তৃক পরিকল্পিত নির্বাচন তদারকি করতে পর্যবেক্ষক পাঠাবে না।
২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা প্রধান মিন অং হ্লাইং ২৮ ডিসেম্বর একটি নির্বাচন আয়োজনের কথা বলেছেন। গৃহযুদ্ধের সূত্রপাতের পর এই নির্বাচনকে তিনি ‘পুনর্মিলনের পথ’ হিসেবে তুলে ধরতে চাইছেন।
কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ভোটকে ‘অব্যাহত সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি চক্রান্ত’ বলে উড়িয়ে দিয়েছেন।
কাসজা ওলোংগ্রেন বলেন, আমরা আসিয়ান দেশগুলোসহ সমস্ত প্রতিবেশী দেশগুলোকে গতিপথ পরিবর্তনের জন্য সত্যিই দৃঢ়ভাবে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত মিয়ানমার অস্থিতিশীল থাকবে, যতক্ষণ পর্যন্ত এটি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার উৎস থাকবে। আসিয়ান দেশগুলোর জন্য এটি এক নম্বর উদ্বেগের বিষয় হওয়া উচিত।