
মাদাগাস্কারে অভ্যুত্থানের নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) তূরী বাজনা এবং তরবারি উত্তোলনের মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন।
সাম্প্রতিক জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাক্তন নেতা অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নতুন সামরিক নেতৃত্বাধীন সরকার দুই বছর পর্যন্ত দেশ শাসন করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
উচ্চ সাংবিধানিক আদালতে শপথের সময় র্যান্ড্রিয়ানিরিনা বলেন, ‘আমি মাদাগাস্কার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমার পদের উচ্চ দায়িত্বগুলো সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গতভাবে পালন করব।’
তিনি বলেন, ‘আমি শপথ করছি যে, আমি আমার ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করব এবং জাতীয় ঐক্য ও মানবাধিকার শক্তিশালী করার জন্য আমার সমস্ত শক্তি উৎসর্গ করব।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রাক্তন নেতা রাজোয়েলিনার প্রশাসনের পতনে অনেক তরুণ উল্লাস প্রকাশ করছে। তবে কেউ কেউ ইতোমধ্যেই ক্ষমতার শূন্যতা পূরণে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
এদিকে, শপথ নেওয়ার আগে নতুন নেতা র্যান্ড্রিয়ানিরিনা ব্যারাক থেকে এক ভাষণে বলেছিলেন, সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। সংসদের নিম্নকক্ষ বা জাতীয় পরিষদ ছাড়া সকল প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনীর নেতৃত্বে একটি কমিটি নতুন নির্বাচন আয়োজনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি দুই বছর পর্যন্ত দেশ শাসন করবে।