
ভারতের বেঙ্গালুরুতে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসের ভেতরে সহপাঠী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২১ বছর বয়সী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রের নাম জীবন গৌড়া, যিনি ওই কলেজের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৫ অক্টোবর) অভিযুক্ত জীবনকে গ্রেপ্তার করা হয়, তবে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল এর আগে গত ১০ অক্টোবর।
জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগী পূর্বে একই ক্লাসে পড়তেন, পরে জীবন এক ক্লাস পিছিয়ে পড়েন। ঘটনার দিন দুপুরের বিরতির সময় জীবন ছাত্রীটিকে আর্কিটেকচার ব্লকের সপ্তম তলায় দেখা করতে ডেকেছিলেন।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, সেখানে যাওয়ার পর জীবন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন এবং তিনি চলে যাওয়ার চেষ্টা করলে জীবন তাকে টেনে পুরুষদের টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর ছাত্রীটি প্রথমে তার দুইজন বন্ধুকে বিষয়টি জানান। পরে অভিযুক্ত জীবন নিজেই ফোন করে তাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার কি পিল লাগবে?’
পুলিশ জানিয়েছে, প্রথমে ভয় ও মানসিক আঘাতের কারণে ওই ছাত্রী পুলিশকে বিষয়টি জানাননি। পরে অভিভাবকদের সহায়তায় তিনি হনুমাননগর থানায় অভিযোগ দায়ের করেন।
সূত্র: এনডটিভি