
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে টমাহক মিসাইল চেয়েছেন। জেলেনেস্কি বিশ্বাস করেন, তারা টমাহক পেলে ইউক্রেন যুদ্ধ থামবে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে তিনি রাশিয়ার সামরিক ঘাঁটিগুলি আক্রমণ করতে পারবেন। ফলে রাশিয়া চাপে পড়বে ও শান্তি আসবে। খবর ডয়চে ভেলের।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র তাদের সমস্যায় ফেলবে না। কিন্তু ইউক্রেন তা হাতে পেলে যুদ্ধের তীব্রতা বাড়বে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ইউক্রেনকে টমাহক নিয়ে মস্কো খুবই উদ্বিগ্ন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, টমাহক হলো লক্ষ্যে নিখুঁত থাকা সাবসনিক ক্রুজ মিসাইল। বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এই মিসাইল। সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ ডিডাব্লিউকে বলেন, টমাহক এক হাজার ছয়শ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে।
এ ছাড়া সামরিক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া কোভালেঙ্কো ডিডাব্লিউকে বলেছেন, রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে টমাহক লক্ষ্যে আঘাত করে। টমাহকের তুলনায় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল।