
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তৃণমুল পর্যায়ে ফুটবল উন্নতির স্বীকৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ব্রোঞ্জ পুরস্কার অর্জন করেছে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ও নর্দার্ন মারিয়ানা ফুটবল ফেডারেশনকে পিছনে ফেলে বাংলাদেশ সেরা হয়েছে।
গতকাল সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডে ঘোষণা করা হয়, স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন বাড়ানো, যুব একাডেমির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং শিক্ষামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে ফুটবলের প্রতি আগ্রহ গড়ে তোলায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এএফসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাফুফে ২৪টি টুর্নামেন্ট আয়োজন করেছে, যা আগের বছরের ১৩টির দ্বিগুণের বেশি। অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৩০ হাজার ছাড়িয়েছে।
এছাড়া, পার্বত্য অঞ্চলের নারীদের ফুটবলে উৎসাহিতকরণ, অ্যাম্পিউটি ফুটবল এশিয়া চ্যাম্পিয়নশিপ, প্রবীণ ফুটবল উৎসব এবং স্ট্রিট চিলড্রেন ফুটবল উৎসবের মাধ্যমে শিক্ষা, শিশু সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাফুফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
এএফসি জানিয়েছে, গোল্ড ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাত ফুটবল ফেডারেশন এবং সিলভার ক্যাটাগরিতে মালয়েশিয়া ফুটবল ফেডারেশন পুরস্কার জিতেছে।