
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ২৩৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে বিশ্ববাজারে টানা পাঁচ দিন বাড়ল স্বর্ণের দাম।
আগামী ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বাড়িয়ে চার হাজার ২৫২ দশমিক ৩০ ডলারে বিক্রি হবে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট সিলভার শূন্য দশমিক চার শতাংশ কমে ৫২ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। তবে প্লাটিনাম শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে এক হাজার ৬৬৯ দশমিক ৬০ ডলারে এবং প্যালাডিয়াম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৫৪০ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স