
হংকংয়ের বিপক্ষে ম্যাচ ড্র করে সেই রাতেই ঢাকায় ফেরার বিমান ধরেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল সকালে ঢাকায় ফিরেছেন ফুটবলাররা। ফেরেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। তার স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকার জন্য স্পেন গেছেন কোচ।
এশিয়ান কাপে বাংলাদেশের নিয়মরক্ষার পরবর্তী ম্যাচ ঢাকায়, ১৮ নভেম্বর। কোচ এখন ছুটিতে থাকবেন। কোচ ছাড়াও হামজা চৌধুরী লন্ডনে, শামিত সোম কানাডায়, ফাহমিদুল ইসলাম ইতালিতে চলে গেছেন।
ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফাহমিদুল। জানা গেছে, এশিয়ান কাপে হলুদ কার্ডের নিয়মে আটকা পড়েছেন তিনি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় ফাহমিদুল হলুদ কার্ড পেয়েছিলেন, এবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান তিনি। এশিয়ান কাপের নিয়ম অনুযায়ী ভারতের বিপক্ষে খেলতে পারছেন না ফাহমিদুল।
সিঙ্গাপুরের বিপক্ষে ফয়সাল হোসেন ফাহিম, দুই তপু এবং হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে রাকিব হোসেন হলুদ কার্ড পেয়েছেন। এদের মধ্যে কেউ ভারতের ম্যাচে হলুদ কার্ড পেলে তারা আগামী ১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না।
গতকাল দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন জায়ান আহমেদ। তিনি লিগে খেলবেন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে। মোহামেডান তাকে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু জায়ানের বাবা রাজি না বলে জানা গেছে।