
কম্বোডিয়া সীমান্তে একটি প্রাচীর নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের ছোট বোন রাজকুমারী চুলাবর্ন। চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ মারাত্মক সংঘর্ষে রূপ নেওয়ার পর এই মন্তব্য এলো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রাজকুমারী চুলাবর্ন চলতি সপ্তাহে ব্যাংককে এক বৈঠকে সেনা কর্মকর্তাদের এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে আমরা কীভাবে একটি স্থায়ী প্রাচীর তৈরি করতে পারি, তা বিবেচনা করতে সাহায্য করুন। এটি কোনো অস্থায়ী প্রাচীর নয়, বরং একটি দীর্ঘস্থায়ী কাঠামো।’
তিনি সামরিক কর্মীদের জন্য বাঙ্কারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য বাঙ্কার তৈরি করতেও সেনাবাহিনীকে অনুরোধ করেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, এটি থাই রাজপরিবারের একটি বিরল মন্তব্য, কেননা তারা সাধারণত রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন। এই মন্তব্য প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সম্পর্কের তিক্ততাকে তুলে ধরে।
থাইল্যান্ড এবং কম্বোডিয়া প্রায় ৮০৪ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়। তবে এর মধ্যে কিছু বিতর্কিত এলাকা রয়েছে।
গত জুলাই মাসে এমনই কিছু বিতর্কিত এলাকায় উত্তেজনা সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করার হুমকি দিলে উভয় পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছায়।