
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। তাদের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম। এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন।
এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। অন্যদিকে আফগান সিরিজের পর চোটের কারণে ক্যারিবীয়ানদের বিপক্ষে সিরিজেও নেই লিটন দাস।
১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ২১ ও ২৩ অক্টোবর হবে পরের দুই ম্যাচ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।