
বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই তিন ম্যাচের মধ্যে কিউইদের বিপক্ষে ১০০ রানে হারলেও ইংল্যান্ড ও সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করেছে জ্যোতি, মারুফা, নাহিদারা। নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। শক্তিমত্তার দিক থেকে অজিরা এগিয়ে থাকলেও টাইগ্রেসদের শক্তি আত্মবিশ্বাস। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে না পারলেও তাদের বিপক্ষে লড়াই আত্মবিশ্বাস জোগাবে লাল-সবুজের প্রতিনিধিদের। যদিও ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। নারী বিশ্বকাপের ১৩ আসরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সাত বারই শিরোপা উঁচিয়ে ধরেছে অজি মেয়েরা।
এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এছাড়াও নিজেদের সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতকে তিন উইকেটে হারিয়েছে অজিরা।
অন্যদিকে চার ম্যাচ খেলে ১ জয় এবং তিন হারে জ্যোতিদের পয়েন্ট ২। বাংলাদেশের বিপক্ষে আজ অস্ট্রেলিয়া ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামলেও জ্যোতিদের চোখ থাকবে ইতিহাস গড়ায়। কেননা এবারের আসরে আর একটি মাত্র ম্যাচ জিততে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে দুই ম্যাচ জয়ের কীর্তি গড়বে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে, সেই কীর্তি গড়তে পারবে কিনা বাংলাদেশ, সেটাই আজ দেখার বিষয়।