
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে রাজধানীর বকশিবাজারের অরফানেজ রোডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঢাকেশ্বরী মন্দিরের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থার কার্যালয় এসে শেষ হয়। কার্যালয়ে ‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে আইয়ুব আলী হাওলাদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানার ওসি শেখ আশরাফুজ্জামান ও ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফিয়া আবেদিন। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১ হাজার দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।