
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং।
দুই দলই সাবধানী শুরু করেছে। প্রথম ১০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ গড়তে পারেনি কোনো দলই। ম্যাচের ২০ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে দ্রুত গতি এগিয়ে যান সামিত সোম। তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা। সেখান থেকে হামজার নেওয়া ফ্রি কিক মানব দেওয়ালে আটকে যায়।
ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে অধিনাউয়ক ম্যাথিউ বল জালে জড়ান।
এরপর গোল শোধের লক্ষ্যে কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা সফতার মুখ দেখেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৬০ মিনিটেও ১-০ গোলে পিছিয়ে আছে।