
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে বিরতির পর ছন্দ হারায় সেলেসাওরা। ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ইতিহাস গড়া জয় পেয়েছে জাপান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। এতে জাপানের কাছে প্রথমবারের মতো হারের তেঁতো স্বাদ পেয়েছে ব্রাজিল।
ব্রাজিলের পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে প্রথমার্ধে দ্বিগুণ লিড পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে ব্রাজিল।
এরপর ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠায় জাপান। দলের হয়ে একটি করে গোল করেছেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ব্রাজিল।