
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি।
টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।
একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। তাদের জায়গায় দলে এসেছেন নাঈম শেখ ও শামীম পাটোয়ারী। এছাড়া একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।