
টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই প্রথমবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।
প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। শেষ ম্যাচে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। সুযোগ পেতে পারেন নাঈম শেখ ও শামীম পাটোয়ারি।
লম্বা সময় ধরে রান না পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারতে। তার জায়গায় একাদশে আসতে পারেন নাইম শেখ। বাদ পড়ার সম্ভাবনা রয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীরও। তার বদলে মিডল অর্ডারের দায়িত্ব পেতে পারেন শামীম পাটোয়ারি।
এই ম্যাচে হারলে ওয়ানডে ফরম্যাটে আফগানদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে বাংলাদেশকে। এই লজ্জার রেকর্ড এড়াতে জয় পেতে মরিয়া টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।