
রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তবে এটি ইউক্রেনের সংঘাতের চেয়ে ভিন্ন ধাঁচের হবে। সোমবার (১৩ অক্টোবর) ন্যাটো মহাসচিব মার্ক রুট জোটের সংসদীয় পরিষদের বৈঠকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ন্যাটো ও রাশিয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রাশিয়া-ইউক্রেনের মধ্যে বর্তমান যুদ্ধের চেয়ে আলাদা হবে। এটি অনেক কারণেই ভিন্ন হবে, যা আমি এখনই গভীরভাবে ব্যাখ্যা করতে পারছি না। কারণ, আমরা তাদের আরও জ্ঞানী করতে চাই না, তবে এটি ভিন্ন হবে…।’
ন্যাটো মহাসচিব দাবি করেন, রাশিয়াই ন্যাটো জোটের সঙ্গে সামরিক সংঘাত শুরু করবে। যদিও তিনি ব্যাখ্যা করেননি, কেন মস্কো ন্যাটো আক্রমণ করতে চাইবে।
এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর কিছু নেতা দীর্ঘদিন ধরে বলে আসছেন, রাশিয়া ইউরোপের দেশগুলোতে – বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করতে পারে।
তবে এসব ‘মিথ্যা এবং বাজে কথা’ ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়া ইউরোপ এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করতে চায় – এই গল্পটি সবচেয়ে অবিশ্বাস্য মিথ্যা। আমরা সকলেই বুঝতে পারি যে এটি অর্থহীন।’