
শান্তি বৈঠকে অংশ নিতে মিশরের উদ্দেশে পাড়ি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাংবাদিকদের তিনি বলেছেন, গাজার যুদ্ধ শেষ হয়েছে। হামাসের হাতে বন্দি জীবিত বন্দিদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইসরায়েলও ফিলিস্তিনের বন্দিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, হামাসের হাতে বন্দি ৪৮ জন বন্দিকে নিয়ে যেতেই তারা রাস্তায় জড়ো হয়েছেন।
ট্রাম্প জানিয়েছেন, শান্তি চুক্তির পরবর্তী আলোচনায় অংশ নিতেই তিনি মিশরে যাচ্ছেন।
এদিকে ইরান জানিয়েছে, মিশরের আলোচনায় তারা অংশ নেবে না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি জানিয়েছেন, তিনি বা তার দেশের অন্য কোনো মন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন না। যদিও তাদের আমন্ত্রণ জানানোর জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন মিশরের রাষ্ট্র প্রধানকে।
আব্বাসের বক্তব্য, যে দেশ ইরানের মানুষের উপর হামলা চালিয়েছে, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে অংশ নিতে তারা পারবেন না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি যাবেন কিনা সেই ঘোষণা এখনো করা হয়নি।