
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার সোমবার গাজা শান্তি পরিকল্পনা শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিশরের শার্ম এল-শেখে পৌঁছেছেন। সম্মেলনে গাজা সংঘাতের অবসানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রোববার (১২ অক্টোবর) রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডাউনিং স্ট্রিটের বরাতে জানা গেছে, স্টারমার সম্মেলনে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানাবেন। এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত, যিনি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সম্মেলনের সহ-আয়োজক।