
ভারতের মাটিতে সর্বশেষ পাঁচ টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দিল্লিতে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের ইনিংস হার চোখ রাঙাচ্ছে। এমন সময় একটি ভিডিও সামনে এসেছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে বলছেন, ‘আমাদের বোলারদের এত মেরো না।’
প্রথমে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। মাত্র ২৩ বছর বয়সেই ১৫০+ রানের পাঁচটি ইনিংস খেলেছেন এই ভারতীয় ওপেনার।
২৪ বছর হওয়ার আগে এতসংখ্যক দেড়শোর্ধ্ব রানের ইনিংস আছে শুধু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। জয়সওয়ালের মাইলফলক ও দুর্দান্ত ব্যাটিংকে কেন্দ্র করে একটি ভিডিও চিত্র বানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানেই জয়সওয়ালকে এই কথাটি বলেন লারা।
ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওটি শুরু হয়েছে মাঠের পাশে লারার সঙ্গে জয়সওয়ালের সাক্ষাতের মধ্য দিয়ে। লারাকে দেখে জয়সওয়ালই এগিয়ে যান। জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন স্যার?’
এরপর লারা তাকে আলিঙ্গন করে ভালো আছেন জানিয়ে লারা জয়সোয়ালকে বলেন, ‘আমাদের বোলারদের এত মেরো না।’ লারা কথাটা মজার ছলে এবং প্রশংসা করেই বলেছেন। সেটা বুঝতে পেরে বিনয়ের সঙ্গে জয়সওয়াল হাসতে হাসতে বলেন, ‘আমি শুধু চেষ্টা করছি।’ এরপর তাকে শুভকামনা জানিয়ে চলে যান লারা।