
দীর্ঘদিনের বৈষম্য, আগ্রাসন ও জনগণের অধিকার বঞ্চনার অবসান ঘটিয়ে জাতির জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদ উত্তরণের পথ তৈরি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
রোববার (১২ অক্টোবর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
ফারুক ই আজম বলেন, বছরের পর বছর আমাদের সমাজে যে বৈষম্য ও অধিকার বঞ্চনার চিত্র ছিল, সেখান থেকে জাতির একটি সেফ এক্সিট নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করছি। জাতি যেন ন্যায়, সমতা ও মানবিকতার পথে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা ক্যাম্পেইন একটি আশীর্বাদ। রোগ প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে উত্তম। তাই এই কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রসঙ্গত, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জনকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।