
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাকসনর্ট শহরে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের মালিকানাধীন একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। এই কারখানায় সামরিক এবং বিধ্বংস কাজে ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে।
স্থানীয় সংবাদ প্রতিবেদন বলা হয়েছে, বিস্ফোরণে কারখানার বিশাল ক্যাম্পাসের একটি পুরো ভবন ধ্বংস হয়ে যায়। কয়েক মাইল দূরে থাকা বাড়িগুলো কেঁপে উঠে এবং ধ্বংসাবশেষ উড়ে যায়।
হামফ্রেস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, প্রথমে ১৮ জনের মৃত্যুর কথা বলার পর আমরা ঘটনাস্থলে অন্য দুইজনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ঘটনাস্থলে তাদের গাড়ি এবং ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এক বিবৃতিতে, কোম্পানিটি বিস্ফোরণটিকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
তবে অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর কর্মকর্তা ব্রাইস ম্যাকক্র্যাকেন শনিবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে জানতে কর্তৃপক্ষ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে কাজ করছে।’
ডেভিস এর আগে বলেছেন, ‘আমি কি বলতে পারি যে আমরা খারাপ কর্মকাণ্ডের ধারণা বাদ দিয়েছি? আমরা সে সম্পর্কে উত্তর দিতে পারি না। সেই উত্তরটি পেতে হয়তো দিন, সপ্তাহ বা মাস লাগতে পারে।’
শেরিফ বলেন, কর্তৃপক্ষ ধীরে ধীরে বিস্ফোরণের স্থান পর্যালোচনা করছে এবং যখনই তারা বিপদের ঝুঁকি অনুভব করছে তখনই বোমা বিশেষজ্ঞদের ডেকে আনা হচ্ছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত ও পরিচয় নিশ্চিত করা হবে।