
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। অভিনয়ের জগতের ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন তিনি। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন অভিনেতা মুশফিক।
এদিকে শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয় এ অভিনেতা একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি।
তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি- এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা।

এই ভিডিওতে মো. রাশেদ বিন রাজ লেখেন, খুশিতে আমার আসলে কিছু বলার নাই ভাই তোমাকে দেখে শুধু একটা কথা বলতে চাই আলহামদুলিল্লাহ।
এদিকে একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে । সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা।
সেই ভাইরাল হওয়া ভিডিওতে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই এ অভিনেতার প্রশংসা করে মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন- খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেন দ্বীনের পথে চলেন। একইসঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা।
প্রসঙ্গত, অভিনেতা মুশফিক আর ফারহান প্রায়ই এতিম শিশুদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে সময় কাটান, বিশেষ করে নিজের জন্মদিনে তিনি এতিমখানায় যান। সেখানে এতিম বাচ্চাদের সঙ্গে ছবি তোলেন, খাবার খান, খেলায় মেতে উঠেন।