
আবারও ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া। সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারিয়ে আলজেরিয়া আফ্রিকার চতুর্থ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত করেছে। ১২ বছর পর আবার বিশ্বকাপে খেলবে আলজেরিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয় আলজেরিয়া। এবার নিয়ে চতুর্থবার বিশ্বকাপে খেলবে আলজেরিয়া।
সোমালিয়ার হোম ম্যাচটি হওয়ার কথা ছিল তাদের মাঠে। নিরাপদ স্টেডিয়াম না থাকায় আলজেরিয়ার উপকূলীয় শহর ওরানে অনুষ্ঠিত হয় সোমালিয়া-আলজেরিয়া ম্যাচ।
৭০ মিনিটে রিয়াদ মাহেরাজ আমিন আমৌরাকে দিয়ে গোল করিয়েছেন, ১৯ মিনিটে রিয়াদ মাহেরাজ নিজে গোল করেন এবং তৃতীয় গোলটিও রিয়াদ মাহেরাজ করিয়েছেন আমিন আমৌরাকে দিয়ে।
বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল: মরক্কো, প্যারাগুয়ে, তিউনিসিয়া, ইকুয়েডর, মিশর ও আলজেরিয়া, উজবেকিস্তান, জাপান, জর্ডান, ইরান, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, স্বাগতিক কানাডা, স্বাগতিক মেক্সিকো ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকে ১৬টি দল খেলবে। এখনো বাছাই শেষ হয়নি।