
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শত্রু’ হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার গ্র্যান্ড জুরি জেমসকে ব্যাংক ফ্রড ও আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার দুটি অভিযোগ এনেছে। অভিযোগ অনুসারে, তিনি নরফোক, ভার্জিনিয়ায় একটি বাসার মর্টগেজ-সংক্রান্ত আবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন।
২০২৩ সালে ট্রাম্পের বিরুদ্ধে একটি দেওয়ানি অভিযোগের তদন্তে ছিলেন লেটিশিয়া জেমস। এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে এক বিবৃতিতে জেমস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিচার ব্যবস্থাকে রাজনৈতিকভাবে হুমকির মধ্যে নিয়ে আসছেন। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার ইচ্ছামতো কাজ করতে বাধ্য করছেন। আমার বিরুদ্ধে অভিযোগের কারণ—আমি নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছি। প্রেসিডেন্টের বিবৃতিগুলো স্পষ্ট করে যে, তার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক প্রতিশোধ।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তার কথিত রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার ব্যবহার বাড়াচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর এফবিআইর সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করে ভার্জিনিয়ার গ্র্যান্ড জুরি। তার বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেসে মিথ্যা বিবৃতি এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার।
প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার লক্ষ্য ছিলেন কোমি। তার বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন লিন্ডসে হ্যালিগান, যিনি পূর্ব ভার্জিনিয়ার অ্যাটর্নি এবং এক সময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মামলায়ও রাষ্ট্রপক্ষের আইনজীবী লিন্ডসে হ্যালিগান। তিনি বলেন, এই মামলা প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নন। মামলার বক্তব্য ও আইন স্পষ্ট এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব।