Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English
ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের
গাজার প্রায় ৫৫ হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: ল্যানসেটের গবেষণা
শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

গাজার প্রায় ৫৫ হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: ল্যানসেটের গবেষণা

গাজার প্রায় ৫৫ হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: ল্যানসেটের গবেষণা গাজার প্রায় ৫৫ হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: ল্যানসেটের গবেষণা
গাজার প্রায় ৫৫ হাজার স্কুলগামী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে: ল্যানসেটের গবেষণা


আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটের গবেষণায় দেখা গেছে, গাজায় ইসরায়েলের সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা অপুষ্টির সুস্পষ্ট কারণ। গাজায় ছয় বছরের কম বয়সী প্রায় ৫৫ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে অনুমান করা হচ্ছে। যা এখনো পর্যন্ত সম্ভাব্য প্রাণঘাতী অবস্থার শিকার হিসেবে চিহ্নিত হওয়ার চেয়ে অনেক বেশি।

আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত একটি গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। লন্ডনের প্রভাবশালী ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

Advertisement

বুধবার প্রকাশিত এবং জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দুই বছরের সংঘাতের বেশিরভাগ সময় মাসিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো গাজায় সরবরাহের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা এবং শিশুদের মধ্যে অপুষ্টির মাত্রার মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে বলে দেখানো হয়েছে।



ইসরায়েল বারবার গাজার যেকোনো ক্ষুধার জন্য দোষ অস্বীকার করে বলেছে, তারা পর্যাপ্ত খাবার প্রবেশ করতে দিয়েছে এবং দাবি করেছে, সেখানে মানবিক সংস্থাগুলো কাজ করছে না।

মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন সতর্ক আশাবাদের মধ্যে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।



লোহিত সাগরের অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখে আলোচনাধীন থাকা ২১-দফা পরিকল্পনাটি গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন। এতে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনা এবং কোনো প্রকার ‘হস্তক্ষেপ ছাড়াই জাতিসংঘ এবং এর সংস্থাগুলো এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে’ গাজায় সাহায্য বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াইজও গবেষকদের প্রশংসা করেছেন বৈজ্ঞানিক প্রমাণ ব্যবহার করে ‘শিশুদের জন্য গুরুতর, প্রতিরোধযোগ্য ক্ষতি দেখানোর জন্য’। ‘এই সাময়িক তথ্য দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে, খাদ্য এবং সহায়তার ওপর বিধিনিষেধের ফলে গাজা উপত্যকার শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি দেখা দিয়েছে। যা নিঃসন্দেহে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য এবং বিকাশের ফলাফলকে প্রভাবিত করবে।’

What it's like to be a child in Gaza | UNICEF Australia

তারা বলেছেন, যদিও বেশিরভাগ মনোযোগ অনাহারের স্বল্পমেয়াদী ফলাফলের ওপর কেন্দ্রীভূত হয়েছে তবুও এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ থাকা উচিত। যার মধ্যে ‘অসংক্রামক রোগের অত্যধিক উচ্চ ঝুঁকি’ অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার, কোগ্যাট বলেছে, তারা ‘গাজার বেসামরিক জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ এবং উৎপাদন সহজতর করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে’।

Celebrate the ceasefire, but don't forget: Gaza survived on its own |  Israel-Palestine conflict | Al Jazeera

গবেষণায় দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের ব্যাপক আক্রমণ শুরু করার পর এবং শহরটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর অপুষ্টির হার চারগুণ বৃদ্ধি পেয়েছে। স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর ২০২৫ সালের এপ্রিলে তীব্র হ্রাস ঘটে।

গাজা সিটিতে ২০২৫ সালের মার্চ থেকে অপুষ্টির হার পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যা ২০২৫ সালের আগস্টের মাঝামাঝি সময়ে প্রায় ৩০ শতাংশে পৌঁছেছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গত সপ্তাহে বলেছিলেন, গাজা সিটিতে ‘প্রচুর আতঙ্ক, প্রচুর ক্ষুধার্ত মানুষ’ রয়েছে।

এল্ডার বলেছেন, ‘সেখানে হতাশার মাত্রা বর্ণনা করা খুব কঠিন। সেখানে দশ হাজার শিশু রয়েছে। প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কেবল বেরিয়ে যেতে পারে না। গর্ভবতী মহিলারা প্রতিদিন খাবার খাচ্ছেন। আরও সাহায্যের ট্রাক আসছে কিন্তু এটি আমাদের যা প্রয়োজন তার একটি ক্ষুদ্রাংশ মাত্র।’



১৯৪৯ সালে ইসরায়েলের ভিত্তি স্থাপনের আশেপাশের যুদ্ধের সময় পালিয়ে যাওয়া বা বহিষ্কৃত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত ‘ইউএনআরডব্লিউএ’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘হামাস দ্বারা ছিদ্রযুক্ত’ এবং ইসরায়েল দ্বারা নিষিদ্ধ বলে অভিযোগ করেছেন। ইউএনআরডব্লিউএ অভিযোগ অস্বীকার করেছে এবং জাতিসংঘের তদন্তকারীরা তাকে অব্যাহতি দিয়েছে।

স্বাস্থ্য পরিচালক এবং গবেষণার লেখক ড. আকিহিরো সেইতা বলেছেন, যুদ্ধবিরতির অবসান না হলে এবং ‘নিরবচ্ছিন্ন, উপযুক্ত, আন্তর্জাতিক মানবিক পুষ্টি, চিকিৎসা, অর্থনৈতিক ও সামাজিক পরিষেবা’ প্রদান না করা হলে আরও অপুষ্টিতে ভোগা শিশু মারা যাবে।

গবেষণায় দেখা গেছে, দুই বছরের যুদ্ধ গাজা জুড়ে কয়েক হাজার শিশুর জন্য ‘বিশাল পুষ্টিকর পরিণতি’ ডেকে এনেছে।

Gaza: “Children have endured an unrelenting nightmare

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত গাজায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ২ লাখ ২০ হাজার শিশুর বাহুর পরিধি পরিমাপ করে গবেষকরা দেখেছেন, যখন জাতিসংঘ-সমর্থিত স্বাধীন বিশেষজ্ঞদের একটি প্যানেল গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল।

গবেষকরা দেখেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে, স্ক্রিন করা ৫% শিশুর মধ্যে ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা গেছে। যা ছয় মাস পরে প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। ২০২৪ সালের শেষ থেকে ইসরায়েল কঠোর সাহায্য নিষেধাজ্ঞা আরোপ করার পর ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষয়ক্ষতির প্রকোপ প্রায় দ্বিগুণ হয়ে যায়।

ছয় সপ্তাহের যুদ্ধবিরতি গাজায় আরও সাহায্য প্রবেশের সুযোগ করে দিলে মার্চ মাসে ইসরায়েল ১১ সপ্তাহের কঠোর অবরোধ আরোপের আগে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যদিও ২০২৫ সালের মে মাসে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। স্ক্রিন করা শিশুদের মধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা প্রায় ১৬ শতাংশে পৌঁছেছে। যার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ তীব্র অপুষ্টিতে ভুগছে, যা এই অবস্থার সবচেয়ে বিপজ্জনক রূপ।

It's death there': babies and children hit hardest as famine tightens hold  on Gaza | Gaza | The Guardian

গবেষকরা জানিয়েছেন, গাজার আনুমানিক মোট জনসংখ্যার মধ্যে, এটি ৫৪ হাজার ৬শ’রও বেশি ছয় বছর বয়সী শিশুর সমান যাদের জরুরি পুষ্টি এবং চিকিৎসা সেবার প্রয়োজন। যার মধ্যে ১২ হাজার ৮শ’ গুরুতরভাবে অসুস্থ শিশুও রয়েছে।

ইসরায়েল হামাসকে গাজায় পৌঁছানো সাহায্যের বেশিরভাগ অংশ লুট করার জন্য অভিযুক্ত করেছে। কিন্তু স্বাধীনতাকামী হামাস সংগঠন কর্তৃক উল্লেখযোগ্য পরিমাণে চুরির কোনো প্রমাণ ইসরায়েল দেখাতে পারেনি।

গাজায় সাহায্য প্রবেশ নিয়ন্ত্রণকারী ইসরায়েলি সংস্থা কোগাটও হামাসকে সাহায্য বিতরণ স্থানে রকেট ছুঁড়ে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের সাহায্য পেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে।



জাতিসংঘের মতে, মে থেকে জুলাইয়ের মধ্যে গাজায় মানবিক সহায়তার জন্য ১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৫৯ জন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সাইটগুলোর আশেপাশে এবং ৫১৪ জন খাদ্য কনভয়ের পথে নিহত হয়েছেন। বেশিরভাগ হত্যাকাণ্ড ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে।

সহায়তা সংস্থাগুলো বলেছে, ইসরায়েলি নিষেধাজ্ঞাগুলো গাজায় সাহায্যের বেশিরভাগ অংশ পৌঁছাতে বাধা দেয় এবং যুদ্ধ এবং ইসরায়েলি কৌশলগত সিদ্ধান্তের ফলে সৃষ্ট পরিস্থিতি তাদের পক্ষে পরিচালনা করা প্রায় অসম্ভব করে তুলেছে।

ইউএনআরডব্লিউএ-এর পুষ্টি মহামারী বিশেষজ্ঞ এবং গবেষণার প্রধান বিজ্ঞানী ড. মাসাকো হোরিনো বলেছেন, যুদ্ধের আগের প্রমাণগুলো ইঙ্গিত দেয় যে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলোর শিশুরা ইতোমধ্যেই ‘খাদ্য নিরাপত্তাহীন’ ছিল কিন্তু তাদের ওজন সামান্য কম ছিল।

হোরিনো বলেছেন, ‘দুই বছরের যুদ্ধ এবং মানবিক সহায়তায় কঠোর বিধিনিষেধের পর গাজা উপত্যকায় হাজার হাজার প্রাক-বিদ্যালয়ের বয়সী শিশু এখন প্রতিরোধযোগ্য তীব্র অপুষ্টিতে ভুগছে এবং মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হচ্ছে’। 

শীর্ষস্থানীয় শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞরা বলেছেন, গবেষণাটি বিশেষভাবে ‘উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ’ কারণ এটি ছিল দুই বছরের যুদ্ধের পরে গাজার শিশুদের মধ্যে অপুষ্টির পরিমাণ প্রকাশ করার প্রথম প্রধান চিকিৎসা গবেষণা।

ল্যানসেটে একটি মন্তব্যে লেখা জুলফিকার ভুট্ট, জেসিকা ফ্যানজো এবং পল ওয়াইজ, যারা গবেষণায় জড়িত ছিলেন না, বলেছেন, ‘এটি এখন সুপ্রতিষ্ঠিত যে গাজার শিশুরা অনাহারে রয়েছে এবং তাদের তাৎক্ষণিক এবং টেকসই মানবিক সহায়তার প্রয়োজন। হোরিনো এবং তার সহকর্মীদের গবেষণা এই প্রভাবের সবচেয়ে সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করে।’





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, অভিযোগ ট্রাম্পের

Next Post
শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

Advertisement