
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নেতৃত্বে আবারও ফিরছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। শুক্রবার (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই ৩৩ বছর বয়সী তারকা ১৭তমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে তাকে অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল। দীর্ঘদিন পর আবারও এই দায়িত্বে ফেরা কাসেমিরোর জন্য এক ধরনের নতুন অধ্যায়। আর এই আস্থার পেছনে রয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, যিনি রিয়াল মাদ্রিদে কাসেমিরোর কোচ ছিলেন।
প্রেস কনফারেন্সে কাসেমিরো বলেন, “আমি বিশ্বাস করি, দলে একাধিক নেতা থাকে। তবে আমি সাধারণত উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে ভালোবাসি—কীভাবে পরিশ্রম করতে হয়, অনুশীলনে সময়মতো আসা, কাজের প্রতি দায়িত্বশীলতা—এইগুলো দিয়েই তরুণদের শেখাই।”
তিনি আরও বলেন, ‘কোচ আনচেলত্তির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। তার আস্থা আমার ওপর আছে। আমি সবসময় চেয়েছি তরুণদের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করতে।’
ব্রাজিলের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ—একটি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সিউলে, অপরটি জাপানের বিপক্ষে টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
এই ম্যাচগুলোর মধ্য দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছেন কোচ আনচেলত্তি। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়ে তোলাই তার মূল লক্ষ্য।