
সেই পরিচিত ব্যাটিং ধসে আরও একবার হারতে হয়েছে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরও অন্তত ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। এই উইকেটে ব্যাটিং করাটা কঠিন। আরও অন্তত ৪০ রান করা জরুরি ছিল। আমি বলতে চাইছি ২৬০’র বেশি রান করতে পারলে সেটা অবশ্যই ভাল হতো। কারণ আমাদের বোলিং বিভাগ শক্তিশালী। সমস্যা হয়েছে শেষের দিকে বড় পার্টনারশিপ করতে না পারা।’
ওয়ানডে অভিষেকে সাইফ হাসানের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করা হয়েছিল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বাংলাদেশের ব্যাটিংয়ে আস্থা অর্জন করেছিলেন। কিন্তু মাত্র ২৬ রানে আউট হয়ে সাইফ নিজেকে এগিয়ে নিতে পারেননি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও মাত্র ১০ রানে ও নাজমুল হোসেন শান্ত ২ রানে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৩।
চতুর্থ উইকেটে মিরাজ ও তাওহিদ হৃদয় মিলে ১০১ রানের জুটি গড়ে তুলেন। এই জুটি বাংলাদেশকে বড় রানের স্বপ্ন দেখায়। কিন্তু হাফ সেঞ্চুরি উপহার দিয়ে দুজনেই দ্রুত সাজঘরের পথ ধরলে বাংলাদেশের ইনিংসে ধস নামে।
মিরাজ বলেন, ‘উইকেটে কিছুটা টার্ন ছিল। আমরা ঐ সময়টা বেশ সমস্যায় পড়েছিলাম। চাপের মধ্যেও ঠান্ডা মাথার ইনিংস খেলেছে তাওহিদ হৃদয়। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।’
সিরিজে ফেরা নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের হাতে এখনও সুযোগ আছে। দুই ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো করার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’