
মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম ধাপে’ সম্মত হয় হামাস ও ইসরায়েল। বৃহস্পতিবার বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।
মোদি লিখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাণিজ্য আলোচনায় অর্জিত ভালো অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছি।