
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়াম রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে নেই দুই প্রবাসী ফুটবলার সামিত সোম ও ফাহমিদুল ইসলাম। দলের অভ্যন্তরীণ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এমনকি শুরুর একাদশে নেই অধিনায়ক জামাল ভুঁইয়াও। তবে শুরু থেকেই মাঠে থাকবেন হামজা চৌধুরী। তিনিই মিডফিল্ডে নেতৃত্ব দেবেন। এছাড়া মাঝ মাঠ সামলাবেন শেখ মোরসালিন, সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র।
অন্যদিকে রক্ষণে থাকবেন তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন। আক্রমণে থাকছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। এই ম্যাচে ৪-৪-২ ফরমেশনে দলকে খেলাবেন প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।