
দুই বছর আগের হারের মধুর প্রতিশোধ নিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিলিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। এই জয়ে ১৪ বছর পর আবারও যুবাদের বিশ্বকাপের শেষ আটে উঠলো আর্জেন্টিনা। সর্বশেষ এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। মাত্র দ্বিতীয় মিনিটেই বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড আলেহো সারকোম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২২ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার এক গোল করেন মাহের কারিজ্জো। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আলবিসেলস্তেরা। ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন কারিজো। এরপর ৬৬ মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন।
এমন দাপুটে জয়ে ২০২৩ সালের আসরে নাইজেরিয়ার কাছে হারের প্রতিশোধও নেওয়া হলো আর্জেন্টিনার। সেবার নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা। আগামী রোববার ভোর ৫টায় (বাংলাদেশ সময়) কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।