
বাংলাদেশের ফুটবল দর্শক হামজা চৌধুরীকে নিয়ে গর্ব করে। অহংকার করে বাফুফে। সবকিছু গুঁড়িয়ে দিয়েছেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার দলে যদি হামজা চৌধুরী থাকত, তাহলে তার জায়গা নাকি বেঞ্চে হতো। হংকং কোচের এমন কথায় সবার জিভ কাটা যায়। প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার, যাকে নিয়ে পরিকল্পনা করেন কোচ। সেই হামজাকে মাঠের বাইরে রাখবেন হংকং কোচ।
হামজাকে পাত্তাই দিতে চান না হংকং কোচ। বুঝিয়ে দিচ্ছেন তিনি, কতটা পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় এসেছেন। একটা দলের শক্তি যখন তুঙ্গে থাকে, তখন দলের কোচও সাহস করে অনেক কথা বলতে পারবেন। গতকাল সংবাদ সম্মেলনে হংকং কোচ জাতীয় স্টেডিয়ামের মাঠ নিয়ে আপত্তি করেছেন। মাঠে অনুশীলন করে সংবাদ সম্মেলনে গিয়ে জানিয়েছেন-এশিয়ান কাপ ফুটবলের ম্যাচ যে মাঠে হবে, সেটি আরও ভালো হওয়া উচিত ছিল।’ কোচ আরও বলেছেন, ‘বাংলাদেশ দল নিয়মিত অনুশীলন করেছেন জাতীয় স্টেডিয়ামে। এটি ঠিক না।’
ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ক্যামেরুনসহ হংকং দলের অন্তত ১০ দেশের ফুটবলার রয়েছেন। হংকং কোচ বলেছেন, ‘কোন দেশের কত জন ফুটবলার রয়েছেন, সেটি কোনো বিষয় নয়। আমি এখানে খেলতে এসেছি। জিততে এসেছি।’ র্যাংকিং নিয়ে কোচ বলে, ‘র্যাংকিং কোনো ব্যাপার না। আমরা ২০৩ নম্বর র্যাংকিংয়ের দেশে লিচটেনস্টাইলের কাছে হেরেছি। ওরা খেলেছিল ইউরোপীয়ান স্টাইলে। কারণ তাদের সব ফুটবলার ইউরোপে খেলে। আপনি কখন ভালো খেলবেন, সেটার ওপর নির্ভর করে আপনি জিততে পারবেন কিনা। ঢাকায় এসে আমরা হাজার মাইল দূরের কোনো দেশের বিপক্ষে খেলছি না। তাই আমি র্যাংকিংয়ে তাকাতে চাই না।’
এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জন্য আজ ডু অর ডাই ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশ টিকে থাকবে কি না, সেটা নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। হংকংকে যদি হারাতে পারে সুযোগ থাকবে। আর হেরে গেলে অনেক যদির ওপর নির্ভর করতে হবে। হংকং ‘সি’ গ্রুপে টপে থাকা দল। এই গ্রুপে ভারত, সিঙ্গাপুর রয়েছে। বাংলাদেশের প্রাপ্তি ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট। সবার নিচে থাকলেও বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য মরিয়া।