
নারী বিশ্বকাপে বাংলাদেশের সেনসেশনাল পেসার মারুফা আক্তার সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো চোট নেই বলে জানিয়েছেন দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। তিনি আরও জানান, মারুফা পুরোপুরি ফিট আছেন। এছাড়া নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, স্ক্যানের প্রয়োজন হয়নি। বুধবার (৮ অক্টোবর) বিশ্রামের পর তিনি ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
মারুফা আক্তার ও লেগ স্পিনার ফাহিমা খাতুন মিলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের জয়কে প্রায় নিশ্চিত করেছিলেন। তবে মারুফা মাসল ক্র্যাম্পের কারণে পুরো ১০ ওভার করতে পারেননি। শিপন বলেন, যদি তিনি পুরো বোলিং কোটা করতেন, ম্যাচের ফল ভিন্ন হতে পারত। তার উপস্থিতিতে বোলিংয়ের শক্তি ও বৈচিত্র্য অনেক বৃদ্ধি পেত।
পেসার মারুফা আক্তারের সুইং বোলিং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। পাকিস্তানের বিপক্ষে তিনি দুই গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিং ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও মারুফার সুইং বোলিংয়ের প্রশংসা করেছেন। তার দক্ষতা বাংলাদেশের নারী দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মারুফার ফিটনেস দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। শিপনের মতে, মারুফা পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখাবেন।