
দেশের বিভিন্ন মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) আয়োজনে অনুষ্ঠিত হলো ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি-২০২৫।
সম্প্রতি সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এতে অংশ নেয় ৮৫টি লোকাল কমিটি ও ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৮’শ এর বেশি মেডিকেল শিক্ষার্থী, তরুণ চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাডাসের সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. মুজাহেরুল হক, আইইডিসিআর-এর পরিচালক ডা. তাহমিনা শিরিন, ডিআইইউ-এর প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রফেসর ডা. এ.বি.এম. আলাউদ্দিন চৌধুরী।
দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় ২৫টিরও বেশি বিষয়ভিত্তিক ও ক্লিনিক্যাল সেশন, যেখানে অংশ নেন WHO, UNAIDS, UNESCO, icddr,b, BMRC, DGHS ও DGME-এর বিশেষজ্ঞরা। আলোচনা হয় চিকিৎসা পাঠ্যক্রম সংস্কার, মানসিক ও প্রজনন স্বাস্থ্য, মুখগহ্বর ক্যান্সার প্রতিরোধ এবং ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ নেন সিপিআর, প্রসূতি জরুরি সেবা, সার্জিক্যাল স্যুচারিং, ডায়াগনস্টিক ইমেজিং এবং ডায়াবেটিস ব্যবস্থাপনার মতো বাস্তবমুখী দক্ষতা সম্পর্কে।
পরে অন্য এক পর্বে তরুণ গবেষকদের বিভিন্ন কাজ উপস্থাপন করা হয়, যা মূল্যায়ন করেন আইসিডিডিআর,বি’র বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আহমেদ এহসানুর রহমান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট প্রফেসর সোহেল রেজা চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাইমা খান, ডা. মো. নাসির উদ্দিন এবং প্রফেসর ডা. হালিদা হানমু আখতার।
এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।