
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এমন জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। তার সুইংয়ে লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের ব্যাটাররা। জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও পুরস্কারও জেতেন এই টাইগ্রেস পেসার।
ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতি, নাহিদা, মারুফারা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে মারুফার সুইং নিয়ে চিন্তিত ইংলিশ শিবির।
গতকাল অনুশীলনেও ইংলিশ ব্যাটাররা মারুফার সুইং সামলাতে বাড়তি প্রস্তুতি নিয়েছেন। নতুন বলে ব্যাটাররা লম্বা সময় ব্যাটিং করেছেন। এ সময় পেসাররা মূলত ইন সুইং করাচ্ছিলেন। হুট করে ভিতরে ঢোকা ডেলিভারিগুলোতেই ব্যাটিং করেছেন ইংলিশ নারী ব্যাটাররা।
পরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে জিতে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে এই কন্ডিশনে তারা অনেক ভালো খেলে। আমরা চেষ্টা করবো শুরুতেই মারুফার সুইং সামলাতে এবং এরপর স্পিনের বিপক্ষে সেট হয়ে দীর্ঘ ইনিংস খেলতে।’