
অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে আগেই অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠে নামেন এই টাইগার লেগ স্পিনার। এ দিন প্রথম ৭ বলেই জোড়া উইকেটের দেখা পান তিনি। তবে রিশাদের উইকেট পাওয়ার দিনে মেলবোর্নে মেলবোর্ন স্টারসের কাছে ৮ উইকেটে হেরেছে হোবার্ট।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে জিতেছিল হোবার্ট। সেই ম্যাচে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিশাদ। তার সেই স্পেল হোবার্টের ম্যাচ জয়ে বড় অবদান রেখেছিল।
টস হেরে ব্যাট করতে নেমে বেন ম্যাকডেরমোটের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে হোবার্ট হ্যারিকেনস। ৫২ বলে ৬৯ রান করেন ম্যাকডেরমোট। এছাড়া টিম ডেভিড ৩১ বলে ৩১ রান করেন। রিশাদ ৩ বলে ৫ রান অপরাজিত থাকেন।
এরপর বল হাতে ইনিংসে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান রিশাদ। ওভারের তৃতীয় বলে ১৮ বলে ৩০ রান করা মেলবোর্ন স্টারস ওপেনার টমাস রজার্সকে ফেরান এই টাইগার লেগি। রিশাদের হাওয়ায় ভাসানো বলে লং অফে ক্যাচ দেন রজার্স।
বাংলাদেশের এই লেগ স্পিনার উইকেট পান নিজের করা পরের ওভারেও। এবার তিনি ফেরান আরেক ওপেনার জো ক্লার্ককে। রিশাদের শর্ট বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে ফাইন লেগে মেরেডিথের হাতে ক্যাচ দেন ২০ বলে ২০ রান করা ক্লার্ক। তবে মার্কাস স্টোনিয়াস উইকেট এসে রিশাদের ওপর চড়াও হন। প্রথম ২ ওভারে ১৪ রান দেওয়া রিশাদ তৃতীয় ওভারে দেন ১৯ রান।
এরপর আর কোনো উইকেট না হারিয়েই ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় মেলবোর্ন। ক্যাম্পবেল ২৭ বলে ৪১ ও স্টোনিয়াস ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ৩ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট পান রিশাদ।