
দেশে মানসিক রোগে আক্রান্ত হওয়ার হার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বেশি। গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে এই ঝুঁকি বেড়ে যায়। গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর ৭৭ শতাংশ নারী বিষণ্ণতায় কিংবা উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত হন। এদের মধ্যে ৬৬ শতাংশ নারী একই সঙ্গে এই দুই সমস্যার মুখোমুখি হন। এমন তথ্য ওঠে এসেছে আইসিডিডিআর, বির অ্যাডসার্চ প্রকল্পের ‘এনহ্যানসিং অ্যাক্সেস টু মেন্টাল হেলথ সার্ভিস থ্রু টেলিমেডিসিন হেলথ সার্ভিস অ্যাট ওয়েলবিং সেন্টার ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায়। মঙ্গলবার আইসিডিডিআর, বির সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণার আওতায় সেপ্টেম্বর ২০২২ থেকে জুলাই ২০২৫ সালে ঢাকার বাইরে, দেশের ৭টি জেলা হাসপাতাল এবং উপজেলা সদর হাসপাতালের ৭হাজার ৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়, যার মধ্যে সেবা গ্রহণকারী ছিলেন ৫ হাজার ৬০০ জন নারী। বিষণ্ণতায় আক্রান্ত নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী কোনো দুঃখবোধ, ঘুমের ব্যাঘাত, কাজের আগ্রহ ও আনন্দ হারানো, ক্লান্তি, নিজেকে দোষারোপ, খাবারে অরুচি, মনোযোগের অভাব এবং কখনো কখনো আত্মহত্যার চিন্তা ইত্যাদি লক্ষণ পাওয়া গেছে।
অন্যদিকে, উদ্বেগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে ছিল স্নায়ুবিক অস্থিরতা, নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা, হঠাৎ ভয় পাওয়া ও অস্থিরতা। যে ৭ হাজার ৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়েছে তারা অ্যাডসার্চ প্রকল্পের মনোস্বাস্থ্য কেন্দ্র বা ওয়েলবিং সেন্টার থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছিলেন।
অ্যাডসার্চ পরিচালিত বাস্তবায়নাধীন গবেষণা প্রকল্প মনোস্বাস্থ্য কেন্দ্র বা ‘ওয়েলবিয়িং সেন্টার’-এর উদ্যোগটি একটি আশাব্যঞ্জক উদাহরণ। সাতটি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত গবেষণায় দেখা গেছে, প্রায় সব স্বাস্থ্যকর্মী এই সেবার বাস্তবায়নকে কার্যকর ও সম্ভাবনাময় মনে করেছেন। একই সঙ্গে ১ হাজার ৯ জন গর্ভবতী ও প্রসবোত্তর নারী এই সেবাকে গ্রহণযোগ্য, উপকারী এবং নিরাপদ বলে মূল্যায়ন করেছেন।
গবেষণায় ব্যবহৃত মানসিক স্বাস্থ্য নির্ণায়ক দুটি গবেষণা পদ্ধতি থেকে ওঠে এসেছে কাউন্সেলিং সেশনের ফলে বিষণ্ণতা ও উদ্বেগের লক্ষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আইসিডিডিআর, বির মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিভিশন ডিরেক্টর ড. আনিসুর রহমান। বৈজ্ঞানিক সেশনে গর্ভাবস্থায় নারীদের মানসিক স্বাস্থ্য এবং সমাধানের বিষয়টি উপস্থাপন করেন আইসিডিডিআর, বির বিজ্ঞানী ড. আহমেদ এহসানূর রহমান ও ডা. সাহার রাজা। দ্বিতীয় সেশনে আইসিডিডিআর, বির বিজ্ঞানী আনীকা তাসনিম হোসেন টেলিমেন্টাল হেলথ সেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উপায়গুলো তুলে ধরেন।