
রাজধানী ঢাকায় আবারও বসতে যাচ্ছে নীরোগতার উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর তিন দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে গুলশান দুইয়ের, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে।
এনিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত এখানে মানুষ একত্র হবে শরীর, মন ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনতে।
‘হিলিং ইজ বেটার, টুগেদার’— এই অনুপ্রেরণামূলক ভাবনা থেকেই ‘ফ্লো ফেস্টে’র জন্ম। করোনা-ভাইরাস মহামারীর পরবর্তী সময়ে যখন সমাজ নতুন করে সংযোগ ও আশার সন্ধান করছে, তখন এই উৎসবের লক্ষ্য হচ্ছে একসঙ্গে সুস্থতার পথে এগিয়ে যাওয়া।
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব সাজানো হয়েছে পাঁচটি বিশেষ ভাগে—
ফিটনেস প্যাভিলিয়ন পাওয়ার্ড বাই তুরাগ অ্যাকটিভ। মেডিটেইশন গার্ডেন পাওয়ার্ড বাই সাতরি। আর্ট ও সোল জোন, দ্য প্লে-গ্রাউন্ড এবং অ্যাম্ফিথিয়েটার।
প্রতিটি বিভাগেই থাকবে অনন্য অভিজ্ঞতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম।
তিন দিনের এই উৎসবে থাকছে যোগব্যায়াম ও ‘ব্রেথওয়ার্ক’ সেশন, সাউন্ড হিলিং ও মেডিটেইশন ক্লাস, যুব শিল্প কর্মশালা, প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা, বই প্রকাশনা ও ফ্যাশন মুহূর্ত, মার্শাল আর্টস ট্রেনিং, এবং সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।
এছাড়া থাকছে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, নারীনেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্যানেল আলোচনা, এবং ‘আপনার নিরাময় লাভের গল্পটি বলুন’- যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সুস্থতার গল্প বলবেন।
ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, “আমরা চাই ফ্লো ফেস্ট হয়ে উঠুক এমন একটি আশ্রয় যেখানে মানুষ সৃজনশীলতা, সহানুভূতি ও সচেতনতার মাধ্যমে নিজেদের এবং সমাজকে নিরাময় করবে। যখন সৃজনশীলতা ও করুণা এক হয়, তখনই সুস্থতা সংক্রামক হয়ে ওঠে।”
উৎসবটি শিক্ষার্থী, পরিবার ও পেশাজীবীদের জন্য সমানভাবে উন্মুক্ত। এখানে অংশ নিয়ে শেখা যাবে- কীভাবে দৈনন্দিন জীবনে ভারসাম্য, ইতিবাচকতা ও আত্মশক্তি ফিরিয়ে আনা যায় — ঘরে, কর্মস্থলে এবং সমাজে।
সবার জন্য উন্মুক্ত এই উৎসবে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেইশন করা যাবে এই লিংক থেকে eventure.services/e/The-Flow-Fest-Dhaka-2025-685a6492b5679d50defb0a6f