
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশো উইকেট নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট শিকার করেন তিনি।
এতেই প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশো উইকেট পূর্ণ করেন তাইজুল। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নিলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেছিলেন।
এই তালিকায় বাংলাদেশের হয়ে ৬৩৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজ্জাক। ৫১৩ উইকেট নিয়ে পরের স্থানেই আছেন এনামুল।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে ৩ উইকেট দূরে ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ২৯ রানে ১ উইকেট নেন তিনি।
টেস্টের তৃতীয় দিন পর্যন্ত মোট ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।